আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটিরও বেশি
১৬ জুলাই ২০১১চলতি বছরের ১৫ই মার্চ সারাদেশে একযোগে আদমশুমারি অনুষ্ঠিত হয়৷ আদমশুমারির তথ্য আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার৷ আগের আদমশুমারির চেয়ে সর্বশেষ আদমশুমারিতে জনসংখ্যা ১ কোটি ৮০ লাখ বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ২৩ লাখের কিছু বেশি৷ প্রতি বর্গ কিলোমিটারে গড়ে বাস করে ৯৬৪ জন৷ তবে ঢাকায় প্রতি বর্গ কিলোমিটারে বাস করেন ৮,১১১ জন৷ জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৪ শতাংশ৷
মোট পুরুষের সংখ্যা ৭ কোটি ১২ লাখ ৫৫ হাজার আর নারীর সংখ্যা ৭ কোটি ১০ লাখ ৬৫ হাজার৷ মোট পরিবার ৩ কোটি ২০ লাখ৷ পরিবার প্রতি সদস্য সংখ্যা গড়ে ৪.৪ জন৷
জাতিসংঘের হিসেব অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ৮৭ লাখ৷ যা সর্বশেষ আদমশুমারির চেয়ে ৬৪ লাখ বেশি৷ এ প্রসঙ্গে রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, গৃহগণনা পদ্ধতিতে আদমশুমারি করা হয়েছে৷ এই পদ্ধতিই সর্বাধুনিক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত৷ তবে এই পদ্ধতিতেও কিছু ভুল থাকতে পারে৷ তাই যাচাই বাছাই করার জন্য বিআইডিএসকে দায়িত্ব দেয়া হয়েছে৷ কোন বিচ্যুতি পেলে তারা তা সমন্বয় করবেন৷
আদমশুমারি অনুয়ায়ী বিভাগ ও জেলা হিসেবে সবচেয়ে বেশি জনসংখ্যা ঢাকায়৷ আর সিলেটে জনসংখ্যা সবচেয়ে কম হলেও সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী