মাত্র আটজনের কাছে এত সম্পদ!
১৬ জানুয়ারি ২০১৭সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে অক্সফাম (বানানভেদে অক্সফ্যাম) বলেছে, ‘‘ব্রেক্সিট থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া, বর্ণবাদের প্রসার আর মূলধারার রাজনীতির প্রতি নাগরিকদের মোহমুক্তি – এই সব ঘটনা থেকে এটি বলা যায় যে, ধনী দেশের নাগরিকরা আর বর্তমান অবস্থা পছন্দ করছেন না৷''
গত বছরের মার্চে ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করেছে অক্সফাম৷
অক্সফামের নির্বাহী পরিচালক উইনি বিয়ানিমা বলেন, ‘‘মাত্র গুটি কয়েক মানুষের হাতে এত সম্পদ থাকার বিষয়টি অনুচিত, কারণ বিশ্বের মোট জনসংখ্যার প্রতি ১০ জনের একজন প্রতিদিন দুই ডলারেরও কম দিয়ে জীবনযাপন করছে৷''
অক্সফামের গত বছরের প্রতিবেদনে ৬২ জন শীর্ষ ধনীর কাছে বিশ্বের অর্ধেক মানুষের সমপরিমাণ সম্পদ থাকার কথা বলা হয়েছিল৷ এবার সেই সংখ্যা আট-এ নেমে আসার অর্থ হচ্ছে ধনী-গরিবের মধ্যে বিভেদ এক বছরে আরও বেড়েছে৷
কারা সেই ধনী?
ফোর্বসের তালিকা বলছে, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি৷ তাঁর সম্পদের পরিমাণ ৭৫ বিলিয়ন ডলার৷ এরপর আছেন স্প্যানিশ ব্যবসায়ী অ্যামানসিও ওর্তেগা (৬৭ বিলিয়ন ডলার), মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট (৬১ বিলিয়ন ডলার), মেক্সিকান ব্যবসায়ী কার্লোস স্লিম (৫০ বিলিয়ন ডলার), অ্যামাজনের প্রধান জেফ বেজোস (৪৫ বিলিয়ন ডলার), ফেসবুকের মার্ক সাকারবার্গ (৪৪.৬ বিলিয়ন ডলার), সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসন (৪৪ বিলিয়ন ডলার) ও নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ (৪০ বিলিয়ন ডলার)৷
অক্সফামের প্রস্তাব
পরিস্থিতির উন্নয়নে ব্রিটিশ এই চ্যারিটি কয়েকটি প্রস্তাব দিয়েছে৷ বড় লোক ও বড় কর্পোরেশনগুলোর উপর করের পরিমাণ আরও বাড়াতে বলছে তারা৷ এছাড়া কর্পোরেট করে হার কমানো নিয়ে বিভিন্ন দেশের মধ্যে যে প্রতিযোগিতা শুরু হয়েছে তা বন্ধে একটি চুক্তি সইয়ের প্রস্তাব দিয়েছে অক্সফাম৷ সরকারি প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে মানুষের চাকরির ব্যবস্থা করা এবং কর্মীদের ভালো বেতনের ব্যবস্থা করতে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোরও প্রস্তাব দিয়েছে অক্সফাম৷
প্রতিক্রিয়া
সাংবাদিক আয়ান বিরেল টুইটারে লিখেছেন, ‘‘অক্সফাম অসমতা আর কর্পোরেট চাকুরেদের উচ্চ বেতন নিয়ে আজ অভিযোগ করছে৷ তারা (অক্সফাম) একজন মার্কিন নির্বাহীকে বছরে পাঁচ লক্ষ ডলারের বেশি দিয়েছে৷''
এদিকে, তালিকায় বিল গেটসের নাম থাকা পছন্দ করেননি অ্যান্ডি ওয়েলস৷ তিনি লিখেছেন, ‘‘বিল গেটস এমন এক জিনিস উদ্ভাবন করেছেন যা বিশ্ব প্রতিদিন ব্যবহার করছে৷ এবং সেজন্য তিনি যে অর্থ আয় করছেন তা আবার চ্যারিটিতে দান করছেন৷ আর তার সমালোচনা করছে অক্সফাম৷''
অবশ্য অক্সফামের পলিসি অ্যাডভাইজার ম্যাক্স লসন বিল গেটসের উদাহরণ দিয়ে বিশ্বের শীর্ষ ধনীদের নিয়মিত কর প্রদানের আহ্বান জানিয়েছেন৷
জেডএইচ/ডিজি (এএফপি, এপি)