1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রসঙ্গ সিরিয়া

১৬ অক্টোবর ২০১২

জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি সৌদি আরব, তুরস্ক, ইরান, ইরাক ও মিশর সফর করে সিরিয়ায় অস্ত্রবিরতি ও রাজনৈতিক সমাধানসূত্রের উদ্যোগ নিচ্ছেন৷

https://p.dw.com/p/16QeC
ছবি: AP

সিরিয়া সংকটের সমাধানে প্রতিবেশী দেশগুলির ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ, তা জাতিসংঘ ও আরব লিগ'এর বিশেষ দূত লাখদার ব্রাহিমির সাম্প্রতিক উদ্যোগের দিকে তাকালে স্পষ্ট হয়ে যায়৷ সোমবারই তিনি শিয়া প্রধান দুই দেশ – ইরান ও ইরাক সফর করেন, যারা এখনো প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতিই ঝুঁকে রয়েছে৷ গত সপ্তাহে তিনি সুন্নি প্রধান সৌদি আরব ও তুরস্ক সফর করেন, যাদের সমর্থন সিরিয়ার বিরোধী পক্ষের প্রতি রয়েছে৷

আলজেরিয়ার কূটনীতিক ব্রাহিমি আপাতত পবিত্র ঈদ উল আজহা উৎসব উপলক্ষ্যে সব পক্ষের উদ্দেশ্যে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন৷ ইরানের রাজধানী তেহরানেও তিনি এই প্রস্তাবের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেছেন৷ ইরানও সিরিয়ার পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় ভুগছে৷ সে দেশ চায়, সিরিয়ায় এক রাজনৈতিক পরিবর্তন আসুক৷ তবে তা হতে হবে বাশার আল-আসাদের তত্ত্বাবধানে৷ সিরিয়ার বিদ্রোহীরা এমন প্রস্তাব মানতে নারাজ৷ সিরীয় জাতীয় পরিষদের অন্যতম নেতা আহমেদ রামাদান শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের ডাক দিয়েছেন৷ ব্রাহিমির নাম করে এমন দাবি করলেও ব্রাহিমি নিজে তা অস্বীকার করেন৷

সোমবারই তিনি একাধিক রাজধানী সফর করেন৷ ইরানের পর তিনি ইরাকে যান৷ বাগদাদে ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি জাতিসংঘ ও আরব লিগের দূতের প্রতি পূর্ণ সমর্থন দেখান৷ তিনিও সিরিয়ার সংকটের রাজনৈতিক সমাধানসূত্রের উপর জোর দেন৷

ব্রাহিমি এখন মিশরের রাজধানী কায়রো সফর করছেন৷ সেখানে মিশরের নেতৃত্বের পাশাপাশি আরব লিগের সঙ্গেও আলোচনা করবেন তিনি৷ সবশেষে তিনি দামেস্ক যাবেন বলে শোনা যাচ্ছে৷ তবে সব পক্ষের মধ্যে ঐকমত্য তৈরি করা সম্ভব হবে কি না, তা এখনো স্পষ্ট নয়৷ আঞ্চলিক শক্তিগুলি প্রেসিডেন্ট আসাদ ও বিরোধীদের উপর কতটা প্রভাব খাটানোর জন্য প্রস্তুত, তার উপর নির্ভর করছে ব্রাহিমির শান্তি পরিকল্পনার ভবিষ্যৎ৷

এসবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য