আইসল্যান্ডের আগ্নেয়গিরিতে কি জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে?
গবেষকদের ধারণা, হিমবাহ গলতে থাকায় ম্যাগমার পরিমাণ বাড়ছে যা সেখানকার আগ্নেয়গিরির আচরণে প্রভাব ফেলছে৷
‘নরকের দুয়ার’
ড্রোন দিয়ে নেওয়া ছবিটি দেখতে খুব সুন্দর হলেও এটি কিন্তু খুব ভয়ংকর এক জায়গা৷ এটি হলো আইসল্যান্ডের একটি আগ্নেয়গিরির মুখ৷ স্থানীয় নাম ভিতি৷ নরক শব্দ থেকে আইসল্যান্ডিক ভাষায় ভিতি শব্দের উৎপত্তি৷
বাড়ছে ম্যাগমা
গবেষকেরা বলছেন, আইসল্যান্ডের আসকিয়া আগ্নেয়গিরি কয়েক মাসে ১১ সেন্টিমিটার বেড়েছে৷ এর কারণ হিসেবে তারা বলছেন, আগ্নেয়গিরিটির নিচে ৪৪ মিলিয়ন কিউবিক মিটার ম্যাগমা জমা হয়েছে৷ এই ম্যাগমা উপরের দিকে ধাক্কা দিচ্ছে, আর এ কারণে ঘন ঘন অগ্ন্যুতপাতের ঘটনা ঘটছে৷
কেন বাড়ছে ম্যাগমা?
আগ্নেয়গিরির নিচে কেন এই বিশাল পরিমাণের ম্যাগমা জমা হচ্ছে তার উত্তর খুঁজতে কাজ করছেন অস্ট্রিয়ার গবেষক মিশেলে পার্কস ও তার দল৷ এখনো সুনির্দিষ্ট কোনো উত্তর না পেলেও প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একটি বিষয় অনুমান করছেন তারা৷ বলছেন, মানব সৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহ গলছে৷ আর এ কারণে এমনটা হতে পারে৷ নিশ্চিত না হলেও, এমন অনুমান মাথায় নিয়ে গবেষণা কাজ চালিয়ে যাচ্ছেন তারা৷
দুঃসাহসী পর্যটক
আইসল্যান্ডের সৌন্দর্য সবসময়ই পর্যটকদের কাছে টানে৷ শুধু তাই নয়, কোনো কোনো পযটক দুঃসাহসী অভিযানেও নেমে পড়েন৷ যেমন, ছবির এই পর্যটক ভিতির লেকে সাঁতার কাটছেন৷
ছুটছে সময়ের আগে
গবেষক পার্কস বলেন, আইসল্যান্ডে আগ্নেয়গিরি এবং হিমবাহ দুইয়ের উপস্থিতি থাকার কারণে জায়গাটি গবেষণার জন্য উৎকৃষ্ট৷ সেখানকার ৩৪টি সক্রিয় আগ্নেয়গিরির অর্ধেকেই রয়েছে হিমবাহ৷ কিন্তু তাপমাত্রা বাড়ার কারণে এই হিমবাহ খুবই দ্রুত গতিতে গলছে৷
হারিয়ে যাচ্ছে ‘বন্ধু’
পর্বতারোহী গাইড আইরিস রাগনাসডেটির পেডেরসেন ও তার বাবা কয়েক বছর ধরে স্বেচ্ছায় হিমবাহের গতিবিধি পযবেক্ষণ করেন৷ চলতি বছরও হিমবাহ গলার মাত্রা ছিল অনেক৷ বাবা ও মেয়ে জানালেন, ‘‘এটি দেখতে খুব খারাপ লাগে৷ মনে হয় যেন, আপনার বন্ধু হারিয়ে যাচ্ছে৷’’
ঝুঁকিতে আ্যন্টার্টিকা থেকে আলাস্কা
বরফ গলে যাওয়া ও এর সাথে আগ্নেয়গিরির সম্পর্ক নিয়ে আইসল্যান্ডের বাইরে তেমন গবেষণা হয়নি৷ তবে যুক্তরাষ্ট্রের গবেষকদের ধারণা, আন্দিজ থেকে আলাস্কা এবং রাশিয়ার কামচাটকা অঞ্চলের ২৩০টি আগ্নেয়গিরির উপর এর প্রভাব পড়তে পারে৷
আরো তথ্য-উপাত্তের প্রয়োজন
গবেষক পার্কসের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহ গলে যাওয়া এবং এর প্রভাবে আগ্নেয়গিরির আচরণে পরিবর্তনের মাঝে যোগসূত্র খুঁজতে গবেষকদের আরো অনেক তথ্য-উপাত্ত সংগ্রহ করতে হবে৷ তবে একটি বিষয় নিশ্চিত যে, আইসল্যান্ডের ভিক নামের এই ছোট্ট শহরের নিকটবর্তী কাটলা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হলে শহরটি হিমবাহের পানিতে ডুবে যাবে৷