আইভরি কোস্টের এক নারী বিজ্ঞানীর কথা
২৮ মে ২০২৪কামারা আজাতার বয়স ২৭৷ তিনি জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য ও টেকসই কৃষির বিষয়ে পিএইচডি করছেন৷ ফাইটোপ্যাথোলজিস্ট হিসেবে তিনি উদ্ভিদের রোগ নির্ণয় ও চিকিৎসাও করেন৷
কৃষির বিষয়ে কামারার বরাবর আগ্রহ ছিল৷ কারণ, তাঁর বাবার একটা খামার ছিল৷ শিশু বয়স থেকেই তিনি বাবার সঙ্গে ক্ষেতের মধ্যে ঘুরতেন৷ তাঁর মতে, কোনো কাজ বেশি করলে তার প্রতি ভালোবাসাও জন্মায়৷ সে সময়ে তিনি ভেবে দেখলেন ইয়াম নিয়ে চর্চা করলে কেমন হয়! কারণ বাসায় তারা সব সময়ে ইয়াম পেতেন৷ সবাই লক্ষ্য করছিল, যে সময়ের সঙ্গে সঙ্গে ইয়াম বেশিদিন তাজা থাকছে না৷ পচন ধরলে মানুষ শুধু পচা অংশটাই কেটে বাদ দেয়৷ পুরোটাই ফেলে দেওয়া হয় না৷ কারণ সে ক্ষেত্রে বাকি অংশটি বিক্রি করা বা খাওয়া যায়৷
কামারা পাঁচটি ভিন্ন ধরনের ছত্রাক শনাক্ত করেছেন, যেগুলি আইভরি কোস্টে ইয়ামে পচন ধরায়৷ সেই কাজ করতে তাঁর তিন বছর সময় লেগেছে৷ কিন্তু ছত্রাক শনাক্ত করার সময়েই তিনি সেগুলিকে নিয়ন্ত্রণের কৌশল সন্ধান করছিলেন৷
কামারা ২০২২ সালে বিজ্ঞানের ক্ষেত্রে নারীদের অবদানের স্বীকৃতি হিসেবে লোরেয়াল ইউনেস্কো পুরস্কার পেয়েছেন৷ সেই অনুষ্ঠানের দিনে তিনি খুবই চাপের মধ্যে ছিলেন৷ আশেপাশের সবাই তা জানতো৷ কারণ, আইভরি কোস্টেই সেই পুরস্কার দেওয়া হয়েছে, দর্শকরাও সেখানকারই মানুষ৷ সরকারের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন৷ ফলে তিনি প্রবল স্ট্রেস অনুভব করেছেন৷ শেষে অবশ্য তিনি খুশি হয়েছেন৷
কামারা আজাতা যে জৈব কীটনাশক তৈরি করেছেন, সেটা শুধু এসেন্সিয়াল অয়েল, উদ্ভিদের নির্যাস ও পানি দিয়ে তৈরি৷ আর কিছুই নেই৷ যেসব নারী এখানে ইয়াম বিক্রি করেন, তাঁরা প্রথমে এমন কিছুর অস্তিত্বের কথা জেনে খুব অবাক হয়েছিলেন৷ সেটা সত্যি কাজ করবে কিনা, সে বিষয়ে তাঁদের মনে সংশয় ছিল৷ তাঁদের মনে দুশ্চিন্তা ছিল৷ মনে হয়েছিল, সেই কীটনাশক শুধু তাঁদের ইয়াম ভিজে রাখবে, কোনো ফল পাওয়া যাবে না৷ ফলে আরো লোকসান হবে৷
সেই কীটনাশক ব্যবহার করে সত্যি সুফল পেয়ে তাঁরা খুবই খুশি হয়েছিলেন৷ আরো বেশিদিন স্টকের ইয়াম তাজা রাখার এই বিকল্প পেয়ে তাঁদের সুবিধা হয়েছিল৷ কামারা নতুন কিছু করে সে ক্ষেত্রে অবদান রাখতে পেরে খুশি হয়েছিলেন৷
কামারা আজাতা নিজেকে নিয়ে সংবাদ মাধ্যমে এত মাতামাতি আশা করেন নি৷ হাই স্কুলে থাকার সময় মারি ক্যুরি তাঁর আদর্শ ছিলেন৷ তিনি শ্বেতাঙ্গ ছিলেন৷ কামারার কাছে কোনো তথ্য না থাকায় তিনি জানতেন না যে আফ্রিকার নারীরাও বিজ্ঞান চর্চা করেন৷ বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখলেন যে তাঁর বিজ্ঞানের লেকচারাররাও নারী৷
কামারা ল্যাবে তরুণী গবেষকদের এক্সপেরিমেন্টের কাজে সাহায্য করেন৷ তিনি তাঁদের কিছুটা কোচিং করার চেষ্টাও করেন৷ কামারার মতে, আফ্রিকার মানুষ হওয়াই তাঁদের দুশ্চিন্তার প্রধান কারণ৷ তাই তিনি তাঁদের বলেন, তিনি ডক্টরেট করলে ও বৃত্তি পেলে তাঁরাও সেই সুযোগ পেতে পারেন৷ কারণ তাঁদের ক্যারিয়ারের পথ প্রায় একই রকম৷ নিজেকে আরো কম বয়সে পরামর্শ দেওয়ার সুযোগ পেলে কামারা বলতেন, অবশ্যই এগিয়ে যাও, শীর্ষে ওঠার চেষ্টা করো৷
বেনার সিয়েলিয়া/এসবি