1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএসের তহবিল সংগ্রহ, জার্মানিতে অভিযুক্ত ইরাকি অভিবাসী

১ মে ২০২১

ইরাকি এক অভিবাসীর বিরুদ্ধে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের জন্য কয়েক হাজার ডলার তহবিল সংগ্রহের অভিযোগ এনেছে জার্মানি৷ তাকে গত জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছিল৷

https://p.dw.com/p/3spXJ
প্রতীকী ছবি৷ছবি: Christopher Furlong/Getty Images

কর্তৃপক্ষ জানিয়েছে, জানুয়ারিতে জার্মানি-সুইজারল্যান্ডের সীমান্ত পাড়ি দেয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়৷ তখন তিনি আইএসে যোগ দেয়ার জন্য সিরিয়া বা অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছিলেন বলেও জানিয়েছে জার্মানির ফেডারেল কর্তৃপক্ষ৷

আয়মেন এ-জে নামের ওই ব্যক্তিকে জার্মান আইন অনুসারে বিচারের মুখোমুখি করা হবে৷ ২০১৬ সালে অভিবাসী সংকটের সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে শরণার্থী ও অভিবাসীদের যে ইউরোপমুখী ঢল নামে, আয়মেনও তখন জার্মানি আসেন৷ তদন্তকারীরা জানিয়েছেন, ২০১৮ সালের শেষ দিকে তিনি আইএসের মতাদর্শে উদ্বুদ্ধ হন এবং ২০২০ সালের শুরুর দিকে সরাসরি তাদের সঙ্গে যুক্ত হন৷

‘সশস্ত্র জিহাদে' অংশ নিতেই মধ্যপ্রাচ্যে ফেরত যাওয়ার চেষ্টা করছিলেন আয়মেন, এমন ধারণা তদন্তকারীদের৷ কিন্তু আইএসের পক্ষ থেকে তাকে জার্মানিতে থেকে তহবিল সংগ্রহের জন্য বলা হয়৷

২০২০ সালের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে এই ব্যক্তি কয়েকবারে অন্তত ১২ হাজার ডলার সিরিয়া ও লেবানন পাঠিয়েছেন৷ এই অর্থ সিরিয়ার শরণার্থী শিবিরে আইএসের নারী সমর্থকদের সহায়তা এবং তাদের আইএসের সঙ্গে আবার যুক্ত করার কাজে ব্যবহার করা হতো বলেও জানিয়েছেন তদন্তকারীরা৷ লেবাননে পাঠানো অর্থে কারাগারে বন্দি আইএস যোদ্ধাদের মুক্ত করার কাজে ব্যবহার করা হতো৷

কবে এ মামলার বিচার কাজ শুরু হতে পারে, সে বিষয়ে কোনো তথ্য এখনও জানা যায়নি৷

এডিকে/এসিবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য