অ্যামেরিকায় নিষিদ্ধ হওয়ার পথে টিকটক
১৬ মার্চ ২০২৩বাইটড্যান্সকে তাদের টিকটকের শেয়ার বিক্রি করার আহ্বান জানানো হয়েছে৷
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, কমিটি অন ফরেন ইনভেস্টমেন্ট ইন দ্য ইউএস তাদেরকে বাইটড্যান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেছে৷
প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে এবারই প্রথম টিকটককে নিষিদ্ধ করার হুমকি দেয়া হলো৷ এর আগে রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০২০ সালে টিকটক নিষিদ্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন৷
নজরদারিতে টিকটক
বাইটড্যান্স টিকটকের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিয়ে তা চীনা সরকারের কাছে পৌঁছে দিতে পারে, এমন উদ্বেগ রয়েছে পশ্চিমা নানা দেশের কর্মকর্তাদের৷
বাইটড্যান্স অবশ্য বরাবরই চীনা কর্মকর্তাদের কাছে তথ্য পাচারের বিষয়টি অস্বীকার করে এসেছে৷
গত মাসে হোয়াইট হাউজ সব ফেডারেল সংস্থাকে ৩০ দিনের মধ্যে সরকারি সব ডিভাইস থেকে টিকটক মুছে ফেলার নির্দেশ দেয়৷
সরকারি সকল মোবাইল ফোনে টিকটক ব্যবহার নিষিদ্ধ করেছে ইউরোপীয় কমিশন, ক্যানাডা এবং অস্ট্রেলিয়াও৷
কিন্তু যুক্তরাষ্ট্র এমন ব্যবস্থা নিয়েছে, যার ফলে টিকটক পুরোপুরি নিষিদ্ধ করাটা সহজ হবে৷
মার্কিন কংগ্রেসে দুই দলের সদস্যরাই একটি আইন তৈরির ব্যাপারে একমত হয়েছেন, যেটির ফলে বাইডেনের পক্ষে টিকটক নিয়ন্ত্রণ করা আরো সহজ হবে৷
‘শেয়ার বিক্রিতেই নিরাপত্তা নিশ্চিত হবে না'
টিকটকের মুখপাত্র মাউরিন শানাহান বলেছেন, ‘‘জাতীয় নিরাপত্তাই যদি মুখ্য বিষয় হয়, তাহলে বিনিয়োগ উঠিয়ে নিলেই সমস্যার সমাধান হবে না৷ মালিকানায় বদল এলেই তথ্য সরবরাহ বন্ধ হবে না৷''
তিনি বলেন, ‘‘জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে বড় উপায় একটি স্বচ্ছ প্রক্রিয়ার তৃতীয় কোনো পক্ষের সহায়তায় মার্কিন ব্যবহারকারীদের তথ্যের চলাচল পর্যবেক্ষণ করা৷''
জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে টিকটক প্রায় দুই বছর ধরে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে৷ তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় দেড় বিলিয়ন ডলার (প্রায় ১৬ হাজার কোটি টাকা) খরচ করার তথ্যও জানিয়েছে কোম্পানিটি৷
টিকটকের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে অ্যাপটির প্রায় একশ কোটি ব্যবহারকারী রয়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের ১০ কোটি ব্যবহারকারী রয়েছে, যার দুই-তৃতীয়াংশই টিনএজার৷
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এরই মধ্যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারের চেয়ে টিকটকে বেশি সময় কাটাচ্ছেন৷ মার্কেট ট্র্যাকার ইনসাইডার ইনটেলিজেন্সের তথ্যমতে, শিগগিরই নেটফ্লিক্সকে টপকে যেতে পারে টিকটক৷
এডিকে/কেএম (এএফপি, এপি, রয়টার্স)