1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আর্গো’র সফলতা

১৮ ফেব্রুয়ারি ২০১৩

অস্কারের এক সপ্তাহ আগে আবার ‘আর্গো'-র বিজয়ের খবর৷ কদিন আগে ‘ডিরেক্টরস গিল্ড অফ অ্যামেরিকা’ (ডিজিএ) -র পুরস্কার জিতেছিল, এবার পেলো রাইটার্স গিল্ডের পুরস্কার৷ ফলে ছবিটির অস্কার জয়ের সম্ভাবনাও বেশ উজ্জ্বল হলো৷

https://p.dw.com/p/17g7l
ছবি: picture-alliance/dpa

গিল্ড-এর সদস্যরা অস্কার বিজয়ী নির্ধারণেও সরাসরি ভূমিকা রাখেন৷ সুতরাং ‘রাইটার্স গিল্ড অফ অ্যামেরিকা' (ডাব্লিউজিএ)-র স্বীকৃতি যে বেন অ্যাফ্লেক পরিচালিত আর্গো-র জন্যও বড় সুখবর তা বলাই বাহুল্য৷ অস্কারে পরিচালক হিসেবে মনোনয়নই পাননি অ্যাফ্লেক৷ কিন্তু গোল্ডেন গ্লোব-এ ছিল তাঁর জয়জয়কার৷ ২৪শে ফেব্রুয়ারি সেরা ছবি, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, কলা-কুশলীদের হাতে তুলে দেয়া হবে অস্কার৷ সেখানে অ্যাফ্লেকের সেরা পরিচালক হবার কোনো সুযোগ না থাকলেও চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে স্বীকৃত অস্কারে বেশ কিছু বড় সাফল্যের সম্ভাবনা থাকছেই৷ ‘আর্গো' এবার জিতেছে ডাব্লিউজিএ-র ‘বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে'র পু্রস্কার৷ এর আগে গিল্ডের পরিচালক এবং পরিচালকদের বিবেচনাতে সেরার স্বীকৃতি পেয়েছিল ‘আর্গো'৷

Filmszene Zero Dark Thirty
‘জিরো ডার্ক থার্টি’ ছবির একটি দৃশ্যছবি: picture-alliance/dpa

অবশ্য অস্কারের পুরস্কার বিতরণীর সপ্তাহ খানেক আগে হলিউডের একটি ছবিই যে সম্ভাবনা উজ্জ্বল করেছে তা কিন্তু নয়৷ ‘আর্গো' ডাব্লিউজিএ-তে পেয়েছে একটি পুরস্কার, হলিউডের আরেক ছবি ‘জিরো ডার্ক থার্টি’ সেখানে তাদের পাশে দাঁড়িয়েছে সেরা কাহিনিকারের পুরস্কার জিতে৷ দুটো ছবিতেই দেখা যাবে রক্তারক্তি, মারামারি৷ আর্গো-তে তুলে ধরা হয়েছে ১৯৭৯ সালে ইরান থেকে জিম্মি অবস্থা থেকে মার্কিনিদের মুক্ত করে আনার ঘটনা৷ অন্য দিকে ‘জিরো ডার্ক থার্টি'-তে রয়েছে বিন লাদেনকে হত্যা করার দৃশ্যগুলোকে প্রায় বাস্তব করে তোলার দক্ষতা৷ কিন্তু ‘লিঙ্কন' ছবিটি দেখলে বোঝা যাবে নাগরিক অধিকার এবং ব্যক্তিস্বাধীনতার গুরুত্ব৷ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এ ছবির মাধ্যমে৷ তা করতে গিয়ে তুলে ধরতে হয়েছে দাসপ্রথার বিরুদ্ধে লিঙ্কনের সংগ্রাম৷ এমন একটি বিষয় ফুটিয়ে তোলায় কাহিনিকার টনি কুশনারকে বিশেষ পুরস্কার দিয়েছে ডাব্লিউজিএ৷ এবার দেখার পালা, অস্কারে কেমন করে ‘আর্গো', ‘জিরো ডার্ক থার্টি' এবং ‘লিঙ্কন'৷

এসিবি/এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য