1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতাল পালন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৮ ডিসেম্বর ২০১২

হরতাল, অথচ কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি৷ যানবাহনের অভাবে মানুষের ভোগান্তি হয়েছে ঠিকই, কিন্তু তাদের মধ্যে আতঙ্ক ছিল না৷ ছিল এক ভিন্ন চিত্র৷ তাই সরকারের বিরুদ্ধে হলেও স্বরাষ্ট্রমন্ত্রী হরতালকারীদের অভিনন্দন জানান৷

https://p.dw.com/p/174aS
ছবি: Harun Ur Rashid

ঢাকার রাজপথে বসে বাদ্যযন্ত্র নিয়ে গানে গানে হরতালে একাত্ম হওয়ার আহ্বান পিকেটারদের৷ তাঁদের হাতে দেখা যায়নি কোনো আগ্নেয়াস্ত্র, লাঠি বা ককটেল-বোমা৷ হাতে ছিল জাতীয় পতাকার সঙ্গে দলীয় লাল পতাকা৷

ঢাকার পল্টন থেকে শাহবাগ৷ মিরপুর থেকে কারওয়ন বাজার৷ গাবতলি থেকে সয়েদাবাদ – সব খানেই এই একই দৃশ্য৷ শান্তিপূর্ণ হরতাল৷ পুলিশ বেশ কয়োকটি রাস্তায় ব্যারিকেড দিলেও, তাতে পিকেটারদের মধ্যে কোনো উত্তেজনা ছিল না৷ তাঁরা ব্যারিকেডের মধ্যে হারতালের সমর্থনে মিছিল করে, দেয় স্লোগান৷ রাস্তায় যান্ত্রিক যানবাহন তেমন চলেনি৷ দূর পাল্লার যানবাহনও করেনি চলাচল৷ তবে রিকশা ছিল নগরজুড়ে৷ আর যানবাহন চলাচলে বাধা দেয়া হলেও ভাঙচুর করা হয়নি৷ বরং তাদের গতিপথ বদলে গ্যারেজে পাঠিয়ে দেন পিকেটাররা৷ যানবাহন না পেয়ে রাস্তায় সাধারণ মানুষের ভোগান্তি থাকলেও ছিল না আতঙ্ক৷

ঢাকার বাইরেও সারা দেশে একইভাবে হরতাল পালন করা হয়েছে৷ সিপিবি-র সাধারণ সম্মাদক সৈয়দ আবু জাফর আহমেদ জানান, সহিংসতা আর ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কর্মসূচি পালনের সাম্প্রতিক যে প্রবণতা – তা থেকে বেরিয়ে আসতে হবে৷ আর বাসদ-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান জানান, জনগণের সমর্থন নিয়ে শান্তিপূর্ণভাবেই তাঁরা দাবি আদায় করতে চান৷

হরতালে দোকান-পাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান তেমন খোলেনি৷ বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানও৷ এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর শান্তিপূর্ণভাবে হরতাল করায় হরতাল আহ্বানকারীদের অভিনন্দন জানিয়েছেন৷ শুধু তাই নয়, দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে হরতালের এই রীতি অনুসরণের আহ্বানও জানিয়েছেন তিনি৷

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি - সিপিবি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল - বাসদ এবং বাম মোর্চা জামায়েত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে মঙ্গলবারের এই অনবদ্য, শান্তিপূর্ণ হরতাল পালন করলো৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য