1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অনিচ্ছাকৃতভাবে’ ছোড়া মিসাইলে বিমান ভূপাতিত: ইরান

১১ জানুয়ারি ২০২০

ইউক্রেনের যাত্রীবাহী বিমানে ‘অনিচ্ছাকৃতভাবে' মিসাইল ছুড়েছিল ইরান৷ যার আঘাতে বিমানটি ভূপাতিত হয়েছে বলে স্বীকার করেছে দেশটি৷ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে তারা৷

https://p.dw.com/p/3W2L1
Iran Flugzeugabsturz Ukraine International Airlines | Wrackteile bei Teheran
ছবি: Reuters/Wana/N. Tabatabaee

রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির সেনাবিহিনীকে উদ্ধৃত করে বলা হয় বিমানটি ইরানের রেভ্যুলেশনারি গার্ডের স্থাপনার উপর দিয়ে যাওয়ার সময় তারা এটিকে শত্রুপক্ষ ভেবে ভুলবশত মিসাইল ছুড়ে ভূপাতিত করে৷

ইরানের সেনাবাহিনী জানায় এঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে৷ নিজেদের মনিটরিং সিস্টেম আরো শক্তিশালী করার কথাও জানানো হয় বিবৃতিতে৷

গত বুধবার রাতে ইউক্রেনের কিয়েভগামী বিমানটি ইরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছক্ষণ পরেই কাছাকাছি স্থানে আছড়ে পড়ে৷ এ ঘটনায় ১৭৬ জন আরোহীর সবাই নিহত হন৷

নিহতদের মধ্যে ৮২ জন ইরানের, ৫৭ জন ক্যানাডার এবং ইউক্রেনের ১১ জন নাগরিক ছিলেন৷

ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলেইমানিকে হত্যার জেরে ইরান ও অ্যামেরিকার মধ্যে তখন উত্তেজনা বিরাজ করছিল৷ হত্যার জবাবে  সেই রাতে ইরাকে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান৷

বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সেসময় যেকোন পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত ছিল৷ ‘‘এমন অবস্থায় ভুলবশত এবং অনিচ্ছাকৃতভাবে বিমানটিতে আঘাত হানা হয়৷''

তবে বিমানটি মিসাইলের আঘাতে ভূপাতিত হয়ে থাকতে পারে বলে আগে থেকে সন্দেহ করছিল ক্যানাডা, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন৷

এ অভিযোগ অস্বীকার করে আসছিল ইরান৷

বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন ‘‘ইরানের পক্ষ থেকে আমি এ ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করছি এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি৷'' এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং সংশ্লিষ্ট পরিবারের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশও দেন তিনি৷ 

পূর্ণ তদন্ত চায় ইউক্রেন

বিমান বিধ্বস্তের ঘটনা স্বীকারের পর, ইরানের কাছে ঘটনার পূর্ণ তদন্ত, দোষীদের বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিয়ের জিয়েলইয়েনস্কি, জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো৷     

বিমান ভূপাতিত করার কথা স্বীকার করার ফলেই ঘটনাটি শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী অলেক্সি হোনচারুক৷ এক ফেসবুক পোস্টে তিনি বলেন ‘‘ঘটনা স্বীকার করে নেওয়া তদন্ত কাজের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষপ৷ ঘটনার বিস্তারিত ও প্রকৃত কারণ জানতে আমাদের বিশেষজ্ঞরা কাজ করে যাচ্ছেন৷''

আরআর/এফএস (এএফপি)

  

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য