পোশাকের মাপ
২৫ ফেব্রুয়ারি ২০১২গাঁটের পয়সা খরচ করে পোশাক কিনলেন, শখের পোশাক৷ শখের সেই জামা গায়ে না আঁটলে কেমন লাগে বলুন তো? আর একবার দুইবার না, এমন ঘটনা যদি মাঝে মধ্যেই ঘটতে থাকে আপনার, তবে তো মেজাজটাকে সামলে রাখাই কঠিন৷
শখের পিরান গায়ে জড়াতে না পারার দুঃখস্মৃতি মনে এনে আরেকবার মন খারাপের কোনো কারণ নেই৷ এবার আপনি হাসতে পারেন৷ কারণ আপনার দুঃখ ঘোচাতেই চালু হয়েছে এক অদ্ভুত ওয়েবসাইট৷
আপনার বুক, কোমর ও নিতম্বের মাপ এই সাইটে দিয়ে সার্চ দিলেই কোন দোকানে কোন পোশাক আপনার মাপে আছে, সে ফর্দ চলে আসবে চোখের সামনে৷ আর এ সাইটটির নাম হচ্ছে ‘হোয়াট সাইজ অ্যাম আই' অর্থাৎ ‘আমার মাপ কতো'?
তবে, এই সাইটে আপনি একটুখানি চোখ বোলাতে যাবার আগেই বলে রাখি, এখানে গেলে আপনি শুধু পাবেন অ্যামেরিকা আর ইংল্যান্ডের দোকানগুলোতে যে সব পোশাক পাওয়া যায়, সেগুলোর হিসেব-নিকেশ৷ বাংলাদেশের কোনো দোকানের মাপ আপনি পাবেন না ওখানে৷
এখানে অবশ্য কারণও আছে৷ ইউরোপ আমেরিকাতে অনলাইনে প্রচুর পরিমাণে বেচাকেনা হয়৷ আর অনলাইনে কিনতে যেয়েই বিপত্তিটা বাঁধে৷ কারণ সেখানে তো আর গায়ে পরে দেখার সুযোগ নেই৷
তো, এই বিপত্তি থেকে উদ্ধার করতেই এগিয়ে এসেছেন এমা পাওয়েল স্মিথ নামের এক তরুণী৷ ‘হোয়াট সাইজ অ্যাম আই' নামের এই সাইটটি খোলার পেছনে কারণ হিসেবে তিনি ডয়চে ভেলে'কে বলেন যে, অনলাইনে পোশাক কিনে বেশ কয়েকবারই সে পোশাক ফেরত দিতে হয়েছে তাকে৷ কারণ একেক দোকানে পোশাকের মাপ একেক রকম৷
এক দোকানের ছোটো সাইজ দেখা যায় আরেক দোকানের মাঝারি সাইজের কাছাকাছি৷ সব মিলিয়ে একটা গোলমেলে ব্যাপার৷ সে ঝামেলা এড়াতেই, বিভিন্ন ফ্যাশন হাউসের ওয়েব সাইট ঘুরে ঘুরে, তাদের পোশাকের তথ্যগুলো জোগাড় করেছেন এমা৷ তারপর সেই তথ্যগুলো দিয়েই ডিজাইন করেছেন এই বিশেষ ওয়েবসাইট৷
এখানে অবশ্য ছেলেদের জন্য একটা মনোকষ্টের ব্যাপার ঘটতে পারে৷ কারণ এই সাইটে গেলে শুধু মেয়েদের পোশাকেরই মাপ পাওয়া যাবে, ছেলেদের নয়৷
তবে, এমা পাওয়েল স্মিথ জানিয়েছেন, যদি অনুরোধ জানিয়ে পর্যাপ্ত পরিমাণে ই-মেল তার কাছে আসে, তাহলে ছেলেদের জন্যেও এমন একটা কিছু তিনি করতে পারেন৷
প্রতিবেদন: আফরোজা সোমা
সম্পাদনা: সঞ্জীব বর্মন