অধীর চৌধুরীর সাসপেনশন উঠলো
৩১ আগস্ট ২০২৩লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির সুপারিশ মেনে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার ওম বিড়লা।
লোকসভায় সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী যখন বিতর্কের জবাব দিচ্ছিলেন, তখন অসংসদীয় আচরণের জন্য অধীর চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন সংসদীয়মন্ত্রী প্রহ্লাদ জোশী। এই অভিযোগ পাঠানো হয় স্বাধকার রক্ষা কমিটির কাছে। স্পিকারের নির্দেশ ছিল, রিপোর্ট না দেয়া পর্যন্ত অধীর সাসপেন্ড থাকবেন।
বুধবার স্বাধিকার রক্ষা কমিটির বৈঠক হয়। এই কমিটির চেয়ারম্যান বিজেপি-র সাংসদ সুনীল কুমার সিং। বৈঠকে অধীরও ছিলেন।
বৈঠকের পরে জানানো হয়, অধীর বলেছেন, তিনি কাউকে আঘাত করতে চাননি। তবে তার মন্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি দুঃখিত। এরপরই মতৈক্যের ভিত্তিতে ঠিক হয়, অধীরের বিরুদ্ধে সাসপেনশন প্রত্যাহারের সুপারিশ করবেন তারা।
ইন্ডিয়া জোটের শরিক বিরোধী দলগুলি এর আগে এই বিষয়ে অধীরের পাশেই দাঁড়িয়েছিল।
জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)