অধিনায়ক হিসেবে অধিকাংশ জার্মানের পছন্দ লাম
১৯ আগস্ট ২০১০বুধবার জানা গেল, প্রতি দশজন জার্মানের ছয় জনই অধিনায়কের পদে বহাল দেখতে চান ফিলিম লামকে৷ বার্তা সংস্থা এএফপি'র সহযোগী প্রতিষ্ঠান জার্মান ক্রীড়া সংস্থা এসআইডি'র সমীক্ষায় উঠে এসেছে এই ফলাফল৷ সমীক্ষায় দেখা গেছে, বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার লামকেই অধিনায়কের পদে পছন্দ করেন ৬০.৩ শতাংশ ফুটবল ভক্ত৷ ২০১০ এর বিশ্বকাপে হাটুর ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা মিশায়েল বালাকের স্থলাভিষিক্ত হয়েছিলেন লাম৷ আর এই আসরে জার্মানির অর্জন তৃতীয় স্থান৷
যাহোক, বুধবারের ফলাফলে দেখা গেল, ২৬.২ শতাংশ জার্মান চান বালাককে ফিরিয়ে দেওয়া হোক তাঁর পদটি৷ যাতে করে, ৩ সেপ্টেম্বর ব্রাসেলসে অনুষ্ঠিতব্য ইউরো ২০১২ আসরের কোয়ালিফায়িং ম্যাচে বালাকের নেতৃত্বেই খেলতে পারে জার্মান দল৷ জার্মানিকে প্রথম কোয়ালিফায়িং ম্যাচে লড়তে হচ্ছে বেলজিয়ামের বিরুদ্ধে৷
একই সমীক্ষার ফলাফল অনুযায়ী, সবচেয়ে বেশি সমর্থন ২০.৯ শতাংশ ভোট পেয়ে জার্মান দলের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হলেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার বাস্টিয়ান শোয়াইনস্টাইগার৷ অন্যদিকে, লাম ১৩.৪ এবং থমাস ম্যুলার পেলেন ১১.৯ শতাংশ ভোট৷ চার বছর চেলসি'তে কাটিয়ে এবার বুন্দেসলিগায় ফিরছেন বালাক৷ তাঁর সাবেক দল বায়ার লেভারকুজেনে ফিরলেন ৩৩ বছর বয়সি তারকা ফুটবলার বালাক৷ ১০.৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হলেন চতুর্থ সেরা ফুটবলার৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: জাহিদুল হক