অতীতের ভুল থেকে শিক্ষা নিতে চায় ইইউ
৩০ অক্টোবর ২০২০করোনা ভাইরাস মোকাবিলার লক্ষ্যে ইউরোপের নেতারা যে যার ঘর সামলানোর প্রচেষ্টার পর এবার ইউরোপীয় স্তরে সমন্বয়ের উদ্যোগ শুরু হলো৷ বৃহস্পতিবার ভিডিও লিংকের মাধ্যমে তাঁরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন৷ করোনা সংকটের শুরু থেকে রাষ্ট্রজোট হিসেবে ইইউ জোরালো ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে, এমন অভিযোগের মুখে সম্মিলিত ও কার্যকর সিদ্ধান্ত নেবার জন্য চাপ বাড়ছিলো৷ আচমকা সীমানা বন্ধ করার মতো কিছু সিদ্ধান্তও সমালোচনার মুখে পড়ছিল৷ এবার দীর্ঘমেয়াদী ভিত্তিতে সমন্বয়ের পথে এগোচ্ছে ইইউ৷
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন ও জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল পণ্য পরিবহণ চালু রাখতে ইইউ-র অভ্যন্তরীণ সীমানা খোলা রাখার পক্ষে কথা বলেন৷ করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে চলা সত্ত্বেও তাঁরা ‘অতীতের ভুল' পুনরাবৃত্তি না করার পক্ষে যুক্তি দেখান৷ ফন ডেয়ার লাইয়েন বলেন, সংকটের শুরুতে মরিয়া হয়ে এমন পদক্ষেপ নেবার ফলে অভ্যন্তরীণ বাজার ও পণ্যের সরবরাহ অনিশ্চয়তার মুখে পড়েছিল৷ তাছাড়া এর ফলে ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ হয়নি৷ তবে জরুরি কারণ ছাড়া মানুষের অবাধ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা যেতে পারে বলে তিনি মনে করেন৷ ম্যার্কেল বলেন, অনেক আগেই ইইউ-র সক্রিয় হওয়া উচিত ছিল৷
সীমানা সংক্রান্ত পদক্ষেপ ছাড়াও অন্যান্য বিষয়ে সমন্বয় নিশ্চিত করতে ইইউ নেতারা নিয়মিত ভিডিও কনফারেন্স আয়োজনের অঙ্গীকার করেন৷ জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশ সম্পূর্ণ বা আংশিক লকডাউনের মাধ্যমে সংক্রমণের হার কমানোর চেষ্টা চালাচ্ছে৷ দেশের মধ্যে ‘কনট্যাক্ট ট্রেসিং’ কমবেশি সম্ভব হলেও ইউরোপীয় স্তরে এ বিষয়ে সমন্বয়ের অভাবের কারণে সমালোচনা বাড়ছে৷ সংক্রমণের উৎস ও আক্রান্ত ব্যক্তিদের চিহ্নিত করার উদ্যোগ আরো জোরালো করার চেষ্টা চালাচ্ছে ইইউ৷ ইইউ কমিশন সদস্য দেশগুলির উদ্দেশ্যে কোভিড-১৯ সংক্রান্ত তথ্যের আদানপ্রদান বাড়ানোর ডাক দিয়েছে৷ জাতীয় কনট্যাক্ট ট্রেসিং অ্যাপ-গুলিকে ইইউ মানদণ্ড অনুযায়ী একে অপরের উপযুক্ত করে তোলার পরামর্শও দিচ্ছে কমিশন৷ করোনা সংক্রমণ দ্রুত শনাক্ত করতে অ্যান্টিজেন পরীক্ষা চালু করে আরো কার্যকরভাবে সংকট মোকাবিলার প্রস্তাবও রাখা হয়েছে৷
করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হলে জনসাধারণের মধ্যে সেটি বিতরণের ক্ষেত্রেও ইউরোপীয় স্তরে সমন্বয়ের উদ্যোগ এখন থেকেই শুরু করার জন্য চাপ বাড়ছে৷ ইউরোপীয় সরকার পরিষদের প্রধান শার্ল মিশেল বলেন, কিছু টিকার একাধিক ডোজের প্রয়োজন হতে পারে৷ বিভিন্ন তাপমাত্রায় সেগুলি রাখতে হয়৷ তাঁর মতে, প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতির প্রয়োজন৷ তাছাড়া বয়স্ক ও অসুস্থ মানুষ এবং চিকিৎসাকর্মীদের মতো কিছু গোষ্ঠীকে সবার আগে টিকা দেবার ব্যবস্থা রাখতে হবে৷ অর্থাৎ, অগ্রাধিকারের ক্ষেত্রেও ইইউ স্তরে সমন্বয়ের প্রয়োজন রয়েছে৷
আপাতত হাসপাতালে চাপ সামলাতে প্রয়োজনে রোগীদের প্রতিবেশী দেশে পাঠানোর প্রবণতা দেখা যাচ্ছে৷ এবার থেকে রোগীদের স্থানান্তরের ব্যয় ইইউ বহন করবে৷ ইইউ কমিশন সেই লক্ষ্যে ২২ কোটি ইউরো ধার্য করেছে৷ কোনো দেশের জাতীয় স্বাস্থ্য পরিষেবা অবকাঠামো যাতে বিপর্যস্ত না হয়ে পড়ে, সেই লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা তরান্বিত করতে চায় ইইউ৷
এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)