1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অঘটন ঘটাতে পারে আয়ারল্যান্ড

২৬ জানুয়ারি ২০১১

ইংল্যান্ডের প্রতিবেশী দেশ হওয়ার সুবাদে অনেক দিন ধরেই ক্রিকেটের সঙ্গে পরিচিত আয়ারল্যান্ড৷ কিন্তু দেশটি বিশ্বকাপে খেলেছে প্রথমবারের মত ২০০৭ সালে৷

https://p.dw.com/p/10515
২০০৯ সালে ভারতের বিরুদ্ধে আয়ারল্যান্ডের ম্যাচের একটি ছবি (ফাইল ফটো)ছবি: picture alliance / empics

তবে সাম্প্রতিক বছরগুলোতে ক্রমেই এগিয়ে আসছে আইরিশ ক্রিকেট৷ নেদারল্যান্ড, ক্যনাডার মত দেশগুলো যারা বিশ্বকাপেও খেলেছে তাদের সঙ্গে নতুন আইরিশ ক্রিকেটের একটি পার্থক্য রয়েছে৷ তা হলো ডাচ কিংবা ক্যানাডীয় ক্রিকেট ভারতীয় উপমহাদেশের বংশোদ্ভূত অনেক ক্রিকেটার দেখা যায়৷ তবে আইরিশ জাতীয় দলের খেলোয়াড়দের বেশিরভাগই আইরিশ বংশোদ্ভূত৷ তবে ইংলিশ ক্রিকেটারদেরও তারা বিশ্বকাপের জন্য দলে ভিড়িয়েছে সম্প্রতি৷

দলটির সাম্প্রতিক পারফরমেন্সের কারণে ওয়ানডে তালিকায় জিম্বাবোয়েকে তারা পেছনে ফেলে দিয়ে ১০ নম্বরে উঠে এসেছে৷ দলে রয়েছেন কেভিন ওব্রেইনের মত জেনুইন ব্যাটসম্যান৷ বিশ্বকাপ উপলক্ষে দলে নেওয়া হয়েছে ইংল্যান্ড জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান এড জয়সকে৷ এছাড়া অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের ব্যাটও দলের জন্য ভরসা৷ ভালো খেলতে পারলে দুয়েকটি অঘটন ঘটানো অসম্ভব না আইরিশদের জন্য৷

স্কোয়াড: উইলিয়াম পোর্টারফিল্ড (অধি.), আন্দ্রে বোথা, অ্যালেক্স কুজাক, জর্জ ডোক্রাইল, ট্রেন্ট জন্সটন, নাইজেল জোন্স, এড জয়স, জন মুনি, কেভিন ওব্রেইন, নিয়াল ওব্রেইন (উই), বয়ড .ব্যনকিন, পল স্টার্লিং, অ্যালবার্ট বান ডের মেরওয়ে, অ্যান্ড্রু হোয়াইট, গ্যারি উইলসন (উই)৷ কোচ: ফিল সিমন্স৷