অগ্নিগর্ভ ইয়েমেন
পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে ইয়েমেনে৷ সেখানকার বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে সরকারের সংঘর্ষ চরমে গিয়ে পৌঁছেছে৷ বুধবার আদেনে প্রেসিডেনশিয়াল প্যালেস ঘিরে ফেলেছিল বিচ্ছিন্নতবাদীরা৷ বৃহস্পতিবারেও সংঘর্ষ অব্যাহত৷
সংঘর্ষ অব্যাহত
সংঘর্ষে ইতিমধ্যেই ৩৬ জনের মৃত্যু হয়েছে৷ তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ ইয়েমেনে অশান্তি চলছে অবশ্য অনেক দিন ধরেই৷ জাতিসংঘের একটি রিপোর্ট বলছে, গত দু’বছরে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫ হাজারেরও বেশি সাধারণ মানুষ৷
রাজপথে ট্যাঙ্ক
আদেনের রাজপথে এখন বারুদের গন্ধ৷ জায়গায় জায়গায় ধোঁয়ার বলয়৷ লাগাতার গোলাগুলি চালাচ্ছে দু’পক্ষই৷ একদিকে সরকারি সৈন্য, অন্যদিকে বিচ্ছিন্নতাবাদীরা৷ খবর, দেশের প্রধানমন্ত্রীসহ বেশ কিছু মন্ত্রী সৌদি আরবে পালিয়ে গিয়েছেন৷
বন্ধ কাজ
আদেনসহ দেশের বেশ কিছু শহরের স্কুল,কলেজ বন্ধ৷ সেভ দ্য চিলড্রেন-সহ বহু মানবাধিকার সংগঠন তাদের কার্যালয় বন্ধ করে দিয়েছে৷
যুদ্ধ বন্ধ হবে কবে
জাতিসংঘের বক্তব্য, যুদ্ধই ক্রমশ ধ্বংস করে দিচ্ছে দেশটিকে৷ দীর্ঘদিন ধরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে আছে ইয়েমেনে৷ মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের৷
সংঘর্ষের সূত্রপাত
সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট সাউদার্ন ট্র্যানজিশনাল কাউন্সিল (এসটিসি) সরকারকে পদত্যাগের সময় বেঁধে দিয়েছিল৷ সেই সময়সীমা পার হওয়ার পর শহরে বিক্ষোভ মিছিল শুরু করে এসটিসি৷ তাতে বাধা দেয়ার পরই শুরু হয়ে যায় সংঘর্ষ৷